নব্য যুগের সভ্য মানব
মডার্ণ তাদের চলন।
কথায় কাজে মিল থাকেনা
হচ্ছে দ্বন্দ্বের ফলন।
মুখে থাকে মধুর বুলি
বুকে ভরা বিষ।
এমন মানব এই যুগেতে
আছে অহর্নিশ।
সামনে আসলে করে প্রণাম
মিষ্টি কথা বলে।
আড়ালে তার মুখোশ খুলে
বদনাম করে চলে।
ভালো মানুষ সেজে তারা
ধরার মাঝে ঘুরে।
সুখের সময় কাছে থাকে
দুঃখের সময় দূরে।
অসৎ হল এসব মানুষ
খারাপ তাদের গতি।
স্বার্থের লোভে নিত্য তারা
করে অন্যের ক্ষতি।