নববর্ষের আগমনে হোক আজ
সব দুঃখের অবসান।
ধরার পরে নব্য সুরে বেজে উঠুক
নতুন বছরের গান।
বৈশাখী বাতাসে মিশে থাকুক
এক মহানন্দের সুর।
মনের মাঝের হিংসা বিদ্বেষ সব
হোক না আজি দূর।
মন খারাপের কঠিন অঙ্কগুলো
আজ আর না কষাই থাক।
যত আছে না পাওয়ার যন্ত্রণা
সব বিলীন হয়ে যাক।
জগতে আজ নেমে আসুক খুশি
বাতাসে ভাসুক আনন্দ।
ধরা থেকে যাক না চলে দূরে
যত আছে মন্দ।
মহামারীর বীভৎসতা আজি
দ্রাবিত হয়ে যাক।
নতুন বছরে সকলের জীবন
খুশিতে ভরে থাক।