নববর্ষের আনন্দ আজ হারিয়ে গেছে---
করোনার মর্মান্তিক বীভৎসতায়।
নির্বোধ সাহিত্য তবু খুঁজে সৃষ্টির সৌন্দর্য,
মানুষের ক্রন্দন আর বক্ররেখায়।
অসহনীয় যন্ত্রণায় ভারাক্রান্ত লেখনী,
সমগ্র বিশ্ব আজ হারিয়ে ফেলেছে শক্তি,
কবিতায় ধরা দেয় শুধু লাশের খনি
চারদিকে ঘিরে আছে এক অজানা ভয়।
ত্রাণের বেলায় উঠেছে প্রশ্ন---
হিন্দু না মুসলিম? কী ওদের পরিচয়?
চৈত্রের ধূলোঝড়ে তাই মুখ ঢাকে সভ্যতা,
বেঁচে থাকে রাজনীতি করোনার তুফানে,
আর রোগীর পরিচয়ে নির্মম ভেদাভেদে;
মানবতা কাঁদে সবার অলক্ষ্যে,
নববর্ষের উপহার--- মনুষ্যত্বের পূর্ণচ্ছেদে।