জগত মাঝে দেখি শুধু
নীতিহীনদের মেলা।
বাহুবলে চলছে এরা
করছে কত খেলা।
নীতিবানের জায়গা হয়না
নীতিহীন এই ধরায়।
দুর্নীতি আজ বেড়েই চলছে
ন্যায় বিচারের খরায়।
অসৎ রাস্তায় চলছে মানুষ
করছে অন্যায় কর্ম।
সবাই আজকে ভুলে গেছে
মানবতার ধর্ম।
সত্য কথা গোপন রাখে
নিজের স্বার্থের জন্য।
ঘুষের বাজার অনেক গরম
বিচার আচার পণ্য।
এসব রুখতে সবাই মিলে
রাস্তায় নামতে হবে।
একজোট হয়ে ন্যায় প্রতিষ্ঠা
করতে হবে ভবে।