সময় বড় নিষ্ঠুর।
একে একে সবই কেড়ে নিচ্ছে...
আমার মহানন্দের ছেলেবেলা,
সেই রোদেলা মাঠের খেলার সঙ্গীরা,
কৈশোরের রঙিন স্বপ্নগুলো,
বিদ্যালয়ের সহপাঠীরা,
আর প্রিয় মানুষগুলোর হাসিভরা মুখ।
এ সবই আজ ইতিহাস,
সময়ের করাল স্রোতে ভেসে গেছে
কোনো এক অজানায়।
নিষ্ঠুর সময়ের কাছে আমি পরাজিত,
কেড়ে নিতে নিতে আমি আজ নিঃস্ব।
এখন আর কোনো স্বপ্ন নেই,
স্বপ্ন দেখে লাভটাই বা কী?
এইতো অচিরেই কেড়ে নিবে আমার জীবন।
সত্যি সময় বড় নিষ্ঠুর,
স্বপ্ন দেখায়.... হারিয়ে নিয়ে যায়,
জীবন নিয়ে পুতুলের মতো খেলায়।