নীলাঞ্জনা তুই
আদরে চাদর, নরমে গরম;
নীলাঞ্জনা তুই
বনলতা হোস, প্রেমেতে চরম।
নীলাঞ্জনা তুই
অবুঝে সবুজ, ভুলেতে নির্ভুল;
নীলাঞ্জনা তুই
অঙ্গীকারেও প্রত্যয়ী তুমুল।
নীলাঞ্জনা তোকে
দিনে রাতে বলি কত শত কথা,
হারাস যদি কভু
এ নিদারুণ শোকে ঠুকে দিব মাথা।
নীলাঞ্জনা যদি
আঁধারে আলোতে আদৌ সঙ্গে থাকিস,
তবে তোর প্রতি--
অসীম ভালোবাসা আর হাজার কুর্ণিশ।