সংসারে ন্যায় অন্যায় বলে কিছুই নেই,
যাহা ঊনিশ তাহাই বিশ।
এ নিয়ে কারো মাথা ব্যথার ও কোন কারণ নেই।
আততায়ীর ছুরিতে এখনো রয়ে গেছে রক্তের দাগ,
তবুও তারা নির্দোষ প্রমাণিত হয়।
সত্যটা লুকায়িত থাকে মিথ্যার আড়ালে।
জ্বলন্ত নিকোটিন আগুনে বিচার পুড়ে ছাই।
ন্যায় অন্যায় সমান পাল্লায় চলছে,
বিবেকবোধ বলতে কিছুই নেই।
এ জগতে পশুদের যে নিয়ম, মানুষের ও তাই।