জগত জুড়ে চলছে নাটক
জীবন নিয়ে খেলা।
দ্বিমত প্রকাশে বন্দী আটক
করবে সবাই হেলা।
এক নাটকে হিন্দু-মুসলিম
নিত্য খেলা হয়।
পারফরমেন্সের দারুন স্তবক
মনে লাগে ভয়।
আরেক নাটকে দেশী বিদেশী
ব্যতিক্রমী অভিনয়।
রাজনীতির এক নতুন ছবক
হিংসা দ্বেষের জয়।
নতুন নাটক নিজামুদ্দিনে
যেই না মুক্তি পেলো।
রং লাগিয়ে রঙিন করতে
মিডিয়া এগিয়ে এলো।
এমন ভাবেই ধরার মাঝে
চলছে শুধু নাটক।
বুকের ভিতর অনেক দুঃখ
রাখছি করে আটক।