তোমাতে জননী তোমাতে ভগিনী তোমাতে প্রণয়ী নিত্য বিরাজে।
তোমার আদর তোমার সোহাগ তোমার পিরিতি হৃদয়ে বাজে।
তোমাতে ভবানী তোমাতে ফাতেমা তোমাতে রয়েছে মাদার মেরি।
তোমার মায়াতে তোমার দয়াতে তোমার সাহসে জগত ভরি।
মানুষ করিয়া জনম দিয়েছ বিনিময়ে তার দুখিনী তুমি।
তব পদতলে জান্নাত রেখে সুখের আশায় জগত ভ্রমি।
জীবনের সুখ বিলীন করলে মুখেতে আমার ফোটাতে হাসি।
অবোধ পুরুষ বুঝিনি সে মায়া, কখনো বলিনি যে ভালোবাসি।
নিকটে থাকিয়া আমার জীবনে দিলে উপদেশ আর প্রেরণা।
দিনশেষে তবু ঠকেছি তোমাকে কখনো চাইনি যে মার্জনা।
আঁখি জলে ভেসে নিজ গৃহ ছেড়ে এ ঘরে এসেছ হে কুলবধূ।
তোমার শীতল সলিল ছোঁয়ায় আর্দ্র হয়েছে এ মরু ধুধু।
তোমার শরীরে খুঁজি শুধু নারী, দেবীর দেখাতো পাইনি আমি।
হওয়ার কথা ভক্ত যাহার সেই আমি আজ হয়েছি স্বামী।