জগতটা আজ পুড়ে যাচ্ছে
মানবতার অভাবে।
কেঁদে কেঁদে মরছে মানুষ
আপন জনের স্বভাবে।
স্বার্থের পিছু ছুটছে সবাই
স্বার্থপর এই জগতে।
আজকের যুগে আসেনা কেউ
নিঃস্ব লোকের মদতে।
নিজের জন্য নাজেহাল সব
পরের কষ্ট বুঝেনা।
অনাহারে মরছে মানুষ
কেহ তাহা খুঁজেনা।
লোভের মোহে পড়ে মানব
নিচ্ছে কেড়ে কত প্রাণ।
মানুষ হয়ে এত নিষ্টুর
পাবেনা কেউ পরিত্রাণ।
নির্মমতায় ভরা জগত
সহ্য করা যায়না আর।
নৈতিকতার অভাবে আজ
পৃথিবীটা হচ্ছে ছার।