নতুন বছর হয়তো এবার
নতুন কিছু আনত,
মানুষ যদি বিভেদ ভুলে
মানব রূপে চলত।
জানুয়ারী আসবে যাবে
আসবেনা তো সুদিন,
মানব হৃদয় হয় না যদি
হিংসা বিদ্বেষ হীন।
তবু মনে আশা জাগে
নব দিনের স্পর্শে,
নতুন রূপে সাজবে ধরা
আজি নববর্ষে।
নামে যেমন সেরা মানুষ
তেমন হবে কর্মে,
প্রভেদতা থাকবে না আর
জাতি কিংবা ধর্মে।
নতুন দিনে এমন আশায়
হৃদে জাগে হর্ষ।
সবার যেন ভালো কাটে
এই নতুন বর্ষ।