যুবক মোরা ভোরের আলো
আঁধার রাতের চন্দ।
লড়াই করে করবো বিদায়
ধরার যত মন্দ।
কাল বৈশাখী তুফান মোরা
নদীর স্রোত ধারা।
পদাগাতে করবো বিনাশ
অপকর্ম সারা।
পারাবারের ঢেউ যে মোরা
মরুর বালু রাশি।
আঁধার কালো দুর্গম পথে
চলতে ভালোবাসি।
শপথ নিচ্ছি আজকে মোরা
মিথ্যা করবো চূর্ণ।
ন্যায় নিষ্ঠা আর সততায়
জগত করবো পূর্ণ।
একজোট হয়ে লড়বো মোরা
আপন দেহের বলে।
হার মানবো না কখনও যে
অমানুষ দের ছলে।