চারদিকেতে বন্যার পানি
বৃষ্টি পড়ছে অতি।
মানব জাতি অসহায় আজ
হচ্ছে অনেক ক্ষতি।
নিঃস্ব হয়ে সবাই শুধু
দেখছে আকাশ পানে।
পশু পাখি সম্পদ যত
ভেসে যাচ্ছে বানে।
অতি করুণ এই মুহূর্তে
তুলছি দুটি হাত।
খোদা তুমি কবুল করো
আমার মোনাজাত।
অবুঝ মোরা পদে পদে
করছি শুধু পাপ,
পাপের ফলে এমন করে
দিওনা কো শাপ?
ঘর বাড়ী সব জলের তলায়
মোদের রক্ষা করো।
আর দিওনা বৃষ্টি খোদা
একটু আটকে ধরো।
ওগো মালিক, তোমায় আজি
ডাকছি হৃদয় খুলে।
মোদের প্রতি রহম করো,
বন্যাটা নাও তুলে।