রমজানের এই পু্ণ্যলগ্নে
তুলেছি দুই হাত।
খোদা তুমি কবুল করো
আমার মোনাজাত।
লোভ লালসায় পড়ে আমি
ভুল করেছি সব।
ক্ষমা চাইছি তোমার দ্বারে
রহম করো রব।
জীবন খাতায় পাপের রাশি
শিরক আরো বিদআত।
তওবা করে ডাকছি তোমায়
দাও গো আমায় নাজাত।
চলার পথে অজস্র পাপ
করছি আমি প্রভু।
ক্ষমা করে দাও এসব আজ
করবো না আর কভু।
চাই নি আমি পার্থিব কিছু
চাইছি শুধু নাজাত,
কলেমা চাই মৃত্যুর সময়
পরকালে জান্নাত।
তুমি রহিম তুমি রহমান
তুমি কত দয়াবান।
মঞ্জুর করো আমার চাওয়া
ওহে খোদা মেহেরবান।