জনাব, একটু মুখোশ খুলুন।
সকাল থেকে মুখোশ পরে আছেন
অভিনয় করছেন এই রঙ্গমঞ্চে,
কি নিখুঁত অভিনয় আপনার!
এবার মুখোশটা খুলুন,
দেখুন-- মুখোশের আড়ালের মানুষটিকে
আপনি কতটুকু জানতে পেরেছেন!
জনাব, মুখোশটা একটু খুলে রেখে,
বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে
একবার নিজেকে এই প্রশ্নটা করে দেখুন---
"আমি কতটুকু মানুষ হতে পেরেছি?"