সত্য লিখতে কলম তোমার কাঁপে যদি ডরে,
লাভ কি আছে বেঁচে থেকে এই ধরণীর পরে।
বুকের মাঝে সাহস নিয়ে সত্য লিখো তুমি,
মিথ্যাকে ভাই আশ্রয় দিলে ধ্বংস হবে ভূমি।
অসৎ কাজে মেতে আছে রাজা, উজির, কাজী
এসব রোধে কলম তোমার গর্জে উঠুক আজি।
সবাই জানে অসির চেয়ে মসির শক্তি বেশী,
দ্রোহী লেখা লিখতে তবে কাঁপে কেন পেশি?
কলম দিয়ে যুদ্ধ করো সত্য জয়ের জন্য,
সত্যের পথের যোদ্ধা যারা তারাই খাঁটী সৈন্য।
সঠিক তথ্য তুলে ধরো তোমার কলম দ্বারা,
জেগে উঠুক সবার চিত্ত চলুক সত্যের ধারা।
খড়্গের চেয়ে শক্তিশালী কলম তোমার হাতে,
উহার দ্বারাই আলো আনো আঁধার কালো রাতে।
লেখনীতে যাওকো সদা সত্য কথা বলে,
ভয় করো না কভু তুমি কারো রোষানলে।
সত্য যদি নাইবা ফোটে তোমার লেখার মাঝে,
এমন লেখা কখনো যে আসবে না'কো কাজে।
তাইতো সবাই সত্যের পথে ধরো আজি কলম,
মিথ্যার সহিত যুদ্ধ করে সার্থক করো জনম।