মরণ যেদিন হবে আমার
বলবে সেদিন সবে।
লোকটি আজকে চলে গেছে
আসবেনা আর ভবে।
স্বজন সুজন কাঁদবে তখন
ঝরবে অশ্রুধারা।
মৃত মুখটি দেখতে আসবে
প্রতিবেশী যারা।
খালি হাতে শুয়ে থাকব
পরে সাদা কাফন।
দলে দলে আসবে সবাই
করতে আমায় দাফন।
আমায় নিয়ে রাখবে তখন
আঁধার ঘরের মাঝে।
কেউ নিবেনা যে খবর আর
সবাই ব্যস্ত কাজে।
থাকবেনা কেউ মৃত্যুর পরে,
পুণ্য হবে সাথী।
আমগুলো হবে আমার
অন্ধ গোরের বাতি।