কিছু জিনিস দেখতে মানা এই ধরণীর পরে,
কিছু জায়গায় চোখ দু'টু তাই রেখো বন্ধ করে।
অন্য জনের ভ্রান্তিগুলো দেখা নয়কো ভালো,
খুঁজে দেখো তোমার মাঝে আছে কত কালো।
কিছু জিনিস শুনতে মানা জেনে রাখো সবে,
জায়গা বুঝে কানের মাঝে আঙ্গুল রাখতে হবে।
ঝগড়া-ঝাটি পরনিন্দা আর বানোয়াট কিচ্ছা,
এসব শুনে সময় তোমার নষ্ট করবে মিছা।
কিছু কথা বলতে মানা ইহা সবাই জানে,
বলার আগে বুঝতে হবে তোমার কথার মানে।
যেমন ইচ্ছা তেমন করে বলবে না আর কথা,
তোমার কথায় অন্যের মনে লাগতে পারে ব্যাথা।
কিছু রাস্তায় যেতে মানা জেনে রাখা ভালো,
অসৎ পথটা আধার অতি নেইযে তাতে আলো।
সঠিক পথে করো গমণ, লাগতে পারে ক্লান্তি,
পথের শেষে সফল হবে পাবে অনেক শান্তি।
এমন করেই কিছু কর্ম করতে আছে মানা
''যেমন কর্ম তেমন ফসল'' সবার আছে জানা।
তাইতো বলি ভেবে চিন্তে ঐ পা দুটি ফেলো
অসৎ পথটা ছেড়ে দিয়ে সঠিক পথে চলো।