তুমি নিজেকে যত বড় মনে করো,
ঠিক তত বড় নও;
তুমি যত বড় হতে চাও,
তত বড় হতে পারবে না কখনও।
কে জানে, হঠাৎ করে
কোনো দমকা হাওয়ায়
হয়তো নিভে যাবে আশার প্রদীপ।
এর চেয়ে ভালো--
এই মাটির ঘ্রাণ মেখে,
আলপথে নতশিরে হেঁটে যাওয়া।