মডার্ন হচ্ছে বিশ্বের মানুষ
বদলে যাচ্ছে ধরণী।
বৃক্ষ শূন্য হচ্ছে আজি
রাস্তা ঘাট আর সরণি।
বৃষ্টি পাত আজ কমে যাচ্ছে
কমছে পানি পাতালের।
মরুভূমি হচ্ছে জগত,
অভাব হচ্ছে পূত জলের।
বায়ুর মাঝে মিশে যাচ্ছে
কত রকম জহর গ্যাস।
ব্যাধির সংখ্যা বেড়েই চলছে
দুঃখ কষ্টের নেই যে শেষ।
পাহাড় পর্বত ধ্বংস হচ্ছে
কমে যাচ্ছে বন্য জীব।
চাষের জমি নষ্ট হচ্ছে
কেমনে থাকব আর সজীব।
ইচ্ছেমতো সম্পদ হনন
করে যাচ্ছে জনগণ।
বাঁচতে হলে প্রাকৃত সম্পদ
করতে হবে সংরক্ষণ।