মুমিন হয়ে জন্ম তোমার
করো ভালো কর্ম,
দিনে রাতে সকল কাজে
মেনে চলো ধর্ম।
কোরআন হাদিস মান্য করো
নিত্য নামাজ পড়ো,
নামাজ হলো মিরাজ তোমার
সবার চেয়ে বড়।
নামাজ রোজা হজ্ব আর জাকাত
ইসলামেরই খুঁটি।
এসব যদি ছাড়া পড়ে
কেমনে পাবে ছুটি?
পাক কালামের নির্দেশ মত
গড় জীবন খানা,
তা না হলে কঠিন শাস্তি
আছে সবার জানা।
ঈমান আমল সঠিক রেখে
চল যদি ভবে,
জীবন তোমার সুখের হবে
সফল হবে তবে।