সবুজ শ্যামল দেশটি আমার
দেখতে লাগে বেশ।
সোনার দেশটির রূপের বাহার
হয়না কভু শেষ।
দিনে সেথায় সূর্য হাসে
রাতের বেলা চাঁদ।
বাগের মাঝে ফুলের হাসি
কি অপরূপ স্বাদ!
ভ্রমর উড়ে মধুর খুঁজে
পাখির কণ্ঠে গান।
বর্ষাকালে বৃষ্টি পড়ে
নদে আসে বান।
এসব থেকে অনেক সুন্দর
আমার মায়ের মুখ।
অসুখ বিসুখ হলে কভু
ভাঙে তাহার বুক।
মায়ের মুখের মিষ্টি হাসি
আছে সর্বক্ষণ।
সেই হাসিটি দেখলে আমার
জুড়িয়ে যায় মন।