ওরে খোকা যাস-নে কোথা
আমায় একা করে।
তোকে ছাড়া কেমন করে
থাকব জগত পরে?
ওরে সোনা কোথায় যাবি
আমায় একা ফেলে?
অসুখে তোর কে'বা দেখবে
দূরে কোথাও গেলে?
মায়ের স্নেহ আদর যত্ন
যাস-নে খোকা ভুলে।
তুই যে হলি শ্রেষ্ঠ সম্পদ
জীবন নদীর কূলে।
খোকারে তুই চলে গেলে
বুকটা হবে রিক্ত।
রাত্রি বেলা অশ্রু জলে
বালিশ হবে সিক্ত।
তাইতো বলি সোনা আমার
থাকবি আমার বুকে।
তা না হলে মরেই যাবো
শুধু তোরই শোকে।