রাস্তা ঘাটে চলতে গেলে
মনে থাকে অনেক ভয়।
নেশা করে মাতাল চালক
মানব জীবন করছে ক্ষয়।
সনদ বিহীন অনেক চালক
যোগ্যতা তার কিছুই নেই।
হাওয়ার বেগে ছুটে চলে
ড্রাইভিং সিটে বসে যেই।
বেপরোয়া চালায় গাড়ি
আইন কানুন মানেনা।
টাকায় কিনে ট্রাফিক পুলিশ
আর তো কিছু লাগেনা।
রাস্তার ধারের ট্রাফিক লাইট
জ্বলেনা আর কোথাও ভাই।
নিত্য দিনে সড়ক পথে
দুর্ঘটনা বাড়ছে তাই।
ট্রাফিক বিধির মান্যতা চাই
বাঁচবে তখন অনেক প্রাণ।
আন্দোলনে নেমে সবাই
গাইতে হবে ন্যায়ের গান।