মানবতার মুখোশ পরে
লম্বা কথা বলে।
কথায় কাজে মিল থাকেনা
ইচ্ছা মতো চলে।
নিত্য নতুন পোশাক গায়ে
দেখতে লাগে ভালো।
ভিতর তাহার মন্দ অতি
অমার মতো কালো।
সত্য কথার ধার ধারেনা
সদাই বলে মিথ্যা।
অল্প টাকায় বিক্রী করে
নিজের মানব সত্ত্বা।
মুখে থাকে ধর্মের দোহাই
পড়েনা যে শাস্ত্র।
তাইতো দেখি ধর্মের নামে
হাতে তুলে অস্ত্র।
একটুখানি স্বার্থের জন্য
সম্পর্ক যায় ভুলে।
নিজে বাঁচতে অপর জনকে
চড়িয়ে দেয় শূলে।
সৃষ্টির সেরা এই জীবটাকে
উল্টো পথেই দেখি।
আসলে ভাই ধরার পরে
মানুষ জাতটাই মেকি।