আমিত্ব যে ডুবায় আমায়
বুদ্ধি করে নাশ।
লোভ আমাকে অন্ধ করে
গলায় পরায় ফাস।
ক্রোধের ফলে বিপদ বাড়ে
ঝগড়া ঝাটি হয়।
হিংসায় ভরা মনটা আমার
উন্নতি আর নয়।
টাকার পিছু ছুটছি আমি
স্বার্থের তরে রই।
দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত সদা
মানুষ হলাম কই?
নিজের মাঝে এমন স্বভাব
আজই ছাড়া চাই,
তা না হলে তুমি আমি
মানুষ নয়রে ভাই!