সৃষ্টির সেরা প্রাণী তুমি
নামটি তোমার মানব।
মানবতা ভুলে গিয়ে
হলে আজকে দানব।
মানব বেশে করছ তুমি
যত খারাপ কর্ম।
ভুলে গেছ গুরুর আদেশ
ভুলে গেছ ধর্ম।
বিবেক বুদ্ধি হারিয়ে আজ
হয়ে গেছ ভণ্ড।
বিশ্ব জুড়ে চলছে তোমার
কত নিষ্ঠুর কাণ্ড।
খুন, ধর্ষণ আজ অহরহ
এসব যেন খেলা।
দিকে দিকে আহাজারি
চলছে সারা বেলা।
মানব রূপে জন্ম নিলেই
হয়না কেহ মানব।
ধ্বংস করছে সমাজটা আজ
মানবরূপি দানব।