কত কিছু দেখেছি ভাই এ জীবনে
আরো কত দেখিব দিনে ক্ষণে।
মানব আর দানব, বাস্তব অবাস্তব
সবই মিলে আজ হয়েছে একাকার
মানবতা আর নেইগো ধরায়,
পুড়ে যেন হয়েছে ছারখার।
আজ আর হিংস্র ব্যাঘ্র নয়
মানুষ শুধু মানুষকেই ভয় পায়।
ভেবে পাইনি ভাই এসেছি কোন জমানায়,
মানুষের রক্তে মানুষ তৃষ্ণা মেটায়।
মানুষ হয়ে মানুষের কথা বলতে লাগে লাজ
মানুষের কাছে রয়েছে আজ যত দানবের কাজ।
হাতে তরোয়াল আর ভারী বন্দুক গাড়ে,
মানুষ মানুষ নহে পাখি ভেবে সব মারে।
বিচারের গৃহে আজ চলে অবিচার
আর ফুটপাথ ভরে লাশে।
তাইতো মানবতা আজ গুমরে কাঁদে
কূল হারা তটে বসে।