মানবতা বিপন্ন আজ
অপশক্তির কবলে।
স্বাধীনতা ডুবন্ত ঐ
সন্ত্রাসীদের ছোবলে।
সত্য কথা যায়না বলা
বন্দী সবাই খাঁচাতে।
উচিত কথা বলতে গেলে
আসবে না কেউ বাঁচাতে।
খুন ধর্ষণ আর দস্যুবৃত্তি
চলছে দেশে অবাধে।
শক্তি যাহার দেশটি তাহার
কথা আছে প্রবাদে।
সারা বিশ্বে প্রকাশ্যে আজ
চলছে শুধু দুর্নীতি।
ফায়দা লুটতে নেতা মন্ত্রী
ভাঙে দর সম্প্রীতি।
মব লিঞ্চিং আর হত্যাকাণ্ড
শুধু কান্না ও চিৎকার।
মানুষ করছে মানুষ হত্যা
দিকে দিকে হাহাকার।
মানবতার আকালে আজ
বাজে দেশে দুঃখের বীণ।
মরণ যজ্ঞ চলছে দেশে
আমজনতা শান্তি হীন।