মুখোশি মানুষ সবাই ফানুস
কি বলিব হায়?
জীবনের পথে ওদেরই সাথে
চলা বড় দায়।
সামনে সালাম মধুর কালাম
ভালোবাসে অতি।
পিছনে সে জন গড়ে নানা ফাঁদ
করে শুধু ক্ষতি।
আসল নকল সব একাকার
হয়ে গেছে আজ।
নকলের ভীড়ে আসল পাওয়া
নয় সোজা কাজ।
মিঠে কথা বলে প্রভাবিত করে
ডেকে নেয় কাছে।
প্রতারণা করে কেড়ে নেয় শেষে
যাহা কিছু আছে।
এমন মানুষ জগতের মাঝে
বহু আছে ভাই।
এদের কারণে সংসারে আজ
মানবতা নাই।