মান করোনা ওগো প্রিয়া
শুনো আমার কথা।
তোমার মুখটি মলিন দেখলে
মনে লাগে ব্যথা।
তুমি হলে আমার নভে
পূর্ণিমার ঐ চাঁদ।
তুমি বিনে এই জীবনে
হয়না বাঁচার স্বাদ।
তুমি আমার লক্ষ্মী সোনা
বাগে ফোটা ফুল।
তোমার আমার ভালোবাসায়
নেইতো কোনো ভুল।
কথা দিলাম ওগো সখী
আছি যেমন পাশে।
সারা জীবন থাকব এমন
তোমায় ভালোবেসে।
সোনামনি এবার তুমি
মুখটি খুলে হাসো।
দূরে কেন বসবে ওগো
বুকের মাঝে আসো।