ভীষণ খুশি খোকা খুকি
আনন্দেতে হাসে।
মামার বাড়ি যাবে তারা
গ্রীষ্মের ছুটির মাসে।
সেথায় গিয়ে দাদুর সাথে
করবে কত খেলা।
দিদার কাছে গল্প শুনে
কেটে যাবে বেলা।
নেই যে কোনো শাসন সেথায়
নেই যে পড়ার কথা।
মামার সাথে ইচ্ছে মতো
ঘুরবে যতা তথা।
মামার বাড়ি ভারি মজার
হরেক খাবার আছে।
পাকা পাকা ফলগুলো সব
দোলে গাছে গাছে।
তাইতো তারা অনেক খুশি
মামার বাড়ি যাবে।
মায়ের সাথে যাবে সেথায়
অনেক খাবার খাবে।