মাঝে মাঝে ইচ্ছে করে---
ভেসে যাই নীল নীলিমায় স্বপ্নের দেশে।
দায়ীত্বগুলো ছুঁড়ে ফেলে...
মিশে যাই রঙিন আবেশে।
বাস্তবতার করাঘাতে হতচকিত বিস্ময়!
ইচ্ছেগুলো সব আঁধারেই পড়ে রয়।
অবশেষে এসে কেন্দ্রবিন্দুতে মিশে...
হল বোধোদয়।
মাঝপথে এসে তাই বুঝি হয়।