লিমেরিক - ৩২
------------------
ঝড়ের দাপট আসে যদি ভয় পেও না কভু
তোমার সাথে দিবা রাতে আছেন মহান প্রভু,
উনার নামটা স্মরণ করো
শক্ত করে হালটা ধরো,
অবিচারে মাথা নথ করিও না তবু।
লিমেরিক - ৩৩
-------------------
মিথ্যা আজি সত্যের উপর এমন চলছে ভবে
তাইতো দেখি মিথ্যা কথা বলতে থাকে সবে,
ধরার পরে এমন যদি
চলতে থাকে নিরবধি,
মোদের হাতে অকালেতে সত্যের ধ্বংস হবে।
লিমেরিক - ৩৪
-------------------
মোবাইলে আজ ধ্বংস হচ্ছে ছাত্র-ছাত্রী যত
পড়া লেখা ছেড়ে তারা মোবাইলে হয় রত,
তাইতো দেখি বছর শেষে
ফলটা শূন্য অবশেষে,
নিজের হাতে নিজের জীবন করছে তারা হত।