লিমেরিক - ৩৫
----------------

বাগান মাঝে শিউলি বেলি মিষ্টি মধুর গন্ধ,
আকাশ থেকে জোছনা বিলায় পূর্ণিমার ঐ চন্দ,
জোনাকিরা আলোক জ্বেলে
যাচ্ছে উড়ে ডানা মেলে,
এসব দেখে মনের সুখে কবি আঁকেন ছন্দ।


লিমেরিক - ৩৬
-----------------

শিক্ষা হল বড় সম্পদ এই ধরণীর পরে
তাইতো বলি ছুটো সবাই শিক্ষার দীক্ষার তরে,
উচিত শিক্ষা গ্রহণ করো
সঠিক পথটা আঁকড়ে ধরো,
তা না হলে জীবন তোমার সত্যি অন্ধকারে।


লিমেরিক - ৩৭
-----------------

মুখোশ পরে রঙ্গমঞ্চে করছ তুমি খেলা
পশ্চিমেতে চেয়ে দেখো ডুবে যাচ্ছে বেলা,
ঘন্টা বাজবে হঠাৎ কখন
যেতেই হবে তোমার তখন,
এক নিমেষে বন্ধ হবে সাজানো এই মেলা।