লিমেরিক - ৩৮
------------------
ছাত্ররা সব প্রেমে মগ্ন, ঘুরছে সদা যুগলে,
তাইতো ওদের মন বসে না অঙ্ক কিংবা ভূগোলে;
খেলছে শুধু প্রেমের খেলা
চ্যাটে ব্যস্ত সারাবেলা,
এমন ভাবে চলতে থাকলে ব্যর্থ হবে দু'কূলে।
লিমেরিক - ৩৯
-------------------
জীবন মানে মহাসংগ্রাম সবাই এমন বলে
পদে পদে আসবে বাধা নানান রকম ছলে,
সফলতা পেতে হলে
আপন বেগে মনোবলে,
কাঁটাময় এই পথে তোমার যেতেই হবে চলে।
লিমেরিক - ৪০
-------------------
কাহার মরণ আসবে কখন কেউতো জানে না
যমের দূত যে বাঁধা নিষেধ কিছুই মানে না,
মেহমান রূপে আছি ভবে,
টিকিট আসবে হঠাৎ কবে,
দৈবাৎ যদি যাইগো চলে, আমায় ভুলে যেও না।