লিমেরিক - ১০
-------------

আহা!  কী  মজাদার  ছিল  আমার  শৈশব,
সকাল সাঁঝে মনে পড়ে আজকাল ওই সব।
          খেলা-ধূলায় কাটত যে ক্ষণ;
          কেমন করে ভুলবে এই মন?
যৌবনে   আজ  হেরে   গেছে  বন্ধুরা   সব।


লিমেরিক - ১১
-------------

চলছ তুমি  অনেক  বেগে  যাবে  কত  দূরে
হঠাৎ কখন বাজবে ঘন্টা অনেক  তীক্ষ্ণ  সুরে
             যদিও  হও মহারথী
          থামবে তোমার চলার গতি
কাজ করবেনা তখন তোমার তেজী গায়ের জোরে।


লিমেরিক - ১২
--------------

হাজার হাজার বছর ধরে আমি খুঁজছি তোমায়
জীবন নামক মহাকাব্যের প্রতি পাতায় পাতায়
            পাইনি  কভু  তোমার  দেখা
            ভাগ্যে আমার নেই যে লেখা
ভাবছি তবু  তোমায় নিয়ে বসে এই  নিরালায়।