লিমেরিক - ০৭
--------------
অভাবে যে স্বভাব নষ্ট ইহা সবার জানা
সূত্র মতে ধনী লোকের অসৎ হতে মানা
আসল রূপটা যদি ধরি
ধনীই করে পুকুর চুরি
প্রবাদ শুধু কথার কথা, সত্যের ঘরে হানা।
লিমেরিক - ০৮
--------------
ভালো লোকের সজ্ঞাটা আজ অনেক বেশী সোজা
সমাজ তাদের পাগল ভাবে, ভাবে তাদের বোঝা
জগৎ জুড়ে চাতুর্যের জয়
সহজ সরল হয় পরাজয়
তাইতো দেখি চারদিকেতে উড়ছে মিথ্যার ধ্বজা।
লিমেরিক - ০৯
--------------
জীবন নদী নিরবধি চলছে আঁকে বাঁকে
এরই মাঝে কবে জানি মরণ এসে ডাকে
তারই ডাকে দেবো পাড়ি
পৃথিবীটার মায়া ছাড়ি
নিমেষেতে মিশে যাবো কবর বাসীর ঝাঁকে।