লিমেরিক - ২৬
-----------------

দিকে দিকে বাড়ছে আজি অমানুষের মেলা
সব জাগাতেই চলছে এখন শুধুই ঘুষের খেলা,
যোগ্যরা তাই পায়না দাম
দিতে হয় যে টাকার খাম,
তাইতো দেখি ডুবছে সূর্য আজকে এই অবেলা।



লিমেরিক - ২৭
-----------------

অহংকারে পতন ঘটে ইহা সবার জানা
ধরার পরে তাইতো তোমার দম্ভ করতে মানা,
অহং যদি করো ভবে
নিশ্চয় তোমার ধ্বংস হবে,
উড়ার চেষ্টা করোনা কো নেই যে তোমার ডানা।



লিমেরিক - ২৮
----------------

দুঃস্থ যারা রাস্তার পাশে ঘুরে বেড়ায় রোজ
দ্বারে দ্বারে ভিক্ষা চেয়ে করে অন্নের খোঁজ,
হয়ে একটু মেহেরবান
ওদের প্রতি করো দান,
স্বয়ং স্রস্টা বিপদ কালে রাখবেন তোমার খোঁজ।