লিমেরিক - ২১
--------------
সত্য কথা বলতে মানা এটাই আমার দেশ
ছলচাতুরি করে যারা তারাই আছে বেশ,
গায়ের শক্তি টাকার বলে
অসৎ জনা দিব্যি চলে,
এমন ভাবে সমাজটা আজ হয়ে যাচ্ছে শেষ।


লিমেরিক - ২২
--------------
হাতে যদি টাকা থাকে গায়ে থাকে শক্তি
সবাই এসে তোমার পায়ে করবে আজি ভক্তি,
মিথ্যা তোমার বাণী হবে,
এমনটা আজ চলছে ভবে।
এসব থেকে এই সমাজটা কবে পাবে মুক্তি?