লিমেরিক - ১৩
--------------

সত্য কথা বলতে গেলে নিজেই আসল নষ্ট,
লোভের মোহে ছুটছি সদা হয়ে লক্ষ্যভ্রষ্ট।
হিসাব আমি কষে দেখি,
সবকিছুটাই ছিল মেকি।
বেলা শেষে খাতায় জমে অনেকখানি কষ্ট।


লিমেরিক - ১৪
--------------

পরের দোষটা দেখি সদা নিজের প্রতি অন্ধ।
উচিৎ কথা বলার সময় মুখটা রাখি বন্ধ।
এমন ভাবেই জীবন মাঝে,
লেগে আছি অসৎ কাজে।
বাতাসে তাই ভাসছে আজি মানুষ পুড়া গন্ধ।