লিমেরিক - ১৮
--------------

সত্য কথার সর্বদা জয় সবাই তাহা বলে,
এমন হলে মিথ্যারা সব ভেসে যেত জলে।
আসল রূপটা দেখ যদি,
সত্য হারছে নিরবধি,
মিথ্যাগুলো জয়ী হচ্ছে নানান ছলে কলে।



লিমেরিক - ১৯
--------------

হবু রাজা গবু মন্ত্রীর আজব দুনিয়াতে,
চামচারা সব অনেক সুখে আছে দুধেভাতে।
প্রতিবাদী হলে ভায়া,
ছাড়তে হবে প্রাণের মায়া,
হাত মিলিয়ে চলো যদি পড়বে কিছু পাতে।



লিমেরিক - ২০
--------------

ক্রিকেট ফুটবল এসব অতীত, ওদের জন্য মায়া,
ফ্রি ফায়ার আর পাব জিতে আজ খুঁজি তাদের ছায়া।
এটা বুঝি মডার্ণ ফ্রিক!
আমি তবু নস্টালজিক,
স্বপ্নে তাইতো আজও দেখি ওদের কম্র কায়া।