লিমেরিক-৪১
---------------------
মানুষ হল শ্রেষ্ঠ জাতি সবাই তাহা জানি
তবু দেখি ধরার মাঝে চলছে হানাহানি,
ভাইয়ে ভাইয়ে চলে দ্বন্দ্ব
চায় যে সদা পরের মন্দ;
এমন ভাবে চলে যদি শ্রেষ্ঠ কেমনে মানি?
লিমেরিক-৪২
---------------------
উচিৎ কথা বলতে মানা আমাদের এই দেশে,
জেলে তোমার যেতে হবে অপরাধীর বেশে।
তাইতো দেখি বিজ্ঞ জনে
দুঃখ পুষে আপন মনে,
চুপটি করে দেখছে সবই নিরিবিলি বসে।
লিমেরিক-৪৩
---------------------
সমাজ সেবা শিয়াল মামার একটি মাত্র প্যাশন,
প্রতিদিনই বণ্টন করেন খাদ্য আরো রেশন।
সহায় করেন সবার কাজে,
ফ্যামাস এখন বনের মাঝে;
এবার ভোটে শুনছি তিনি দিবেন নমিনেশন!
লিমেরিক-৪৪
---------------------
চান্দু এখন মহান নেতা-- সবাই 'বাবু' বলেন,
লোকের চিন্তায় ব্যস্ত তিনি, দেশের কাজই করেন।
পাঁচ বছরে পাঁচটি বাড়ি,
সাথে পি.এ., দামী গাড়ি;
'কী করে হয়?' প্রশ্ন করলে জামার কলার ধরেন!
লিমেরিক-৪৫
---------------------
পদের লোভে রাজা এখন ভুলে সকল নীতি
ইচ্ছে মতো করছে কর্ম, মুখে স্বদেশ প্রীতি।
চলছে যেমন শাসন শোষণ,
প্রজারা সব হচ্ছে পেষণ;
আর কতদিন চলবে এমন, বদলাবেনা রীতি?
লিমেরিক-৪৬
--------------------
"নিজে ভালো তো জগত ভালো"- শুনি ইহা নিত্য,
ডাহা একটা মিথ্যা কথা, নয় যে একটুও সত্য।
ভালো থাকতে চাইবে যত
লোকের কাছে ঠকবে তত,
"টিট ফর ট্যাট"- এটাই এখন বেঁচে থাকার পথ্য।