লিমেরিক - ৪৭
---------------

আমার দেশের কাহিনী আর বলব কী গো কাকা,
বিক্রী হচ্ছে দেশের মানুষ পেয়ে হাজার টাকা।
জাত ভিখারির দেশ,
লজ্জার নাই শেষ;
একটাই কাজ অসৎ নেতার চরণ ধরে থাকা।


লিমেরিক - ৪৮
---------------

মন্টু পল্টুর নাটক নিয়ে আসল কথা বলি,
দিনের বেলা ঝগড়া করেন রাত্রে গলাগলি।
সেটিং তাদের পাকা,
আপোষ করেই থাকা,
'এদিক আমার, ওদিক তোর এই ফর্মুলায় চলি'।


লিমেরিক - ৪৯
---------------

ভোটে জিতে মন্ত্রী মশাই মনে মনে বলে--
সমাজ সেবা করে কি আর সংসারখানা চলে।
পেয়ে গেছি লাইসেন্সটা,
বেচব এবার এই দেশটা,
সম্পদ আমার গড়তেই হবে বলে কিংবা ছলে।


লিমেরিক - ৫০
--------------

মুখোশ পরে সভ্য সাজে, নীতি কথা বলে।
পরের ভালো দেখলে কভু হৃদয়টা যায় জ্বলে।
এমন মানুষ দেখি নিত্য,
বিষে ভরা ওদের চিত্ত।
তবু তারা ভালোই আছে নিত্য নতুন ছলে।
              ===০===