জীবনের প্রতি পদে পদে
পাওয়া না পাওয়ার খতিয়ান।
বহতা সময়ের অনন্ত স্রোত
গেয়ে চলে ভাটিয়ালি গান।
বসে বসে হিসাব কষি লাভ, ক্ষতি আর সুদ,
জীবনের লেনদেন বড় জঠিল।
প্রেম ঘৃণা বিদ্বেষ অযুত নিযুত,
অঙ্কগুলো মিলাই গোঁজামিল।
এ লেনদেন অপূর্ণ রেখেই চলে যেতে হবে
বেলা যখন হবে গত!
মোহে ভরা এ সংসারে রয়ে যাবে শুধু
তোমার-আমার কর্মফল যত।