গুণ্ডাগিরি চলছে দেশে মানুষ মারছে হেসে হেসে
নিষ্ঠুরতা চরম!
শ্রেষ্ঠ জীবের এমন কর্ম বিলুপ্ত আজ মানব ধর্ম
লাগে অনেক শরম।
রাস্তা ঘাটে মানুষ মরে কেউ কি তাকে একটু ধরে?
আজব সমাজ নীতি!
দিন-দুপুরে হচ্ছে ধর্ষণ নারীর চোখে অশ্রু বর্ষণ
মনে অনেক ভীতি।
দেশের এমন পরিবেশে দোষীরা সব চলছে হেসে
স্বাধীন দেশে এ কি?
প্রাণের ভয়ে মুখটা বন্ধ চোখ থাকিতে সবাই অন্ধ
বিচার আচার মেকি।
সারা দেশে সন্ত্রাসীরা নিরীহদের মারছে তারা
লাশের লম্বা লাইন।
অপরাধী পায় না সাজা ভণ্ডরা সব দেশের রাজা
কোথায় দেশের আইন?