একই ধরণীর পরে আমরা সকলের বাস।
মাথার উপর রয়েছে একই আকাশ।
একই সূর্য প্রদান করছে তাপ ও আলো।
একই চন্দ্র ঘুচায় আঁধার রাতের কালো।
প্রশ্বাসে সবাই গ্রহণ করি একই অম্লজান।
একই বৃষ্টি সবারে করছে জল প্রদান।
তবে কোথায় তোমার আমার ব্যবধান?
ভিন্ন পোশাকের ভিতর রয়েছে আকৃতির সাজাত্য।
সকলের ভিতর একই রাঙা রক্ত প্রবাহিত।
কোরআন, পুরাণ বাইবেলে সবারই এক পরিচয়।
জীব শ্রেষ্ঠ প্রাণী মানব যাহারে কয়।
প্রকৃতিতো করেনি কোনো ফারাক,
কাউকে আলাদা করে কিছুই করেনি প্রদান
তবে কোথায় তোমার আমার ব্যবধান?
আমি বুঝিনা জাত-পাতের কোনো ভিন্নতা,
আমার কাছে নেই ভৌগোলিক সীমানার মান্যতা।
আমি বুঝিনা ভাষাগত কোনো বিভেদ,
আমার কাছে নেই ধনী গরিবের প্রভেদ।
আমি দেখেছি, সকল দেশের সকল মানুষই এক,
স্বয়ং প্রকৃতি এ সমতা করেছে প্রদান।
আমি খুঁজে পাইনি তোমার-আমার কোনো ব্যবধান।