জোড়া কলা খেলে কভু যমজ সন্তান পাবে,
নখ, চুল যদি রাতে কাঁটো মন্দ তোমার হবে।
চুলকালে ডান হাতের তালু অনেক টাকা আসে,
বামের হাতে হলে তাহা বিপদ আছে পাশে।
ডিম খেয়ে পরিক্ষায় যেতে মুরব্বিদের মানা,
পেঁচা ডাকলে বিপদ হবে ইহা সবার জানা।
মুখে নিলে স্বামীর নামটা অমঙ্গল তার হবে,
রাতে যদি ঘর ঝাড়ু দাও অভাব আসে ভবে।
হঠাৎ করে শকুন ডাকা কারো মৃত্যুর কারণ,
ভাঙ্গা আয়নায় মুখটা দেখতে সবাই করে বারণ।
বিড়াল গেলে সম্মুখ দিয়ে নিশ্চয় কিছু ঘটে,
বামের চোখটা কাঁপে যদি দুঃখ আসে বটে।
খালি কলসি দেখলে তুমি যেওনা আর বাইরে,
একটা শালিক দেখো যদি খারাপ হবে ভাইরে।
লেনদেন যদি রাতে করো ফল হবেনা ভালো,
এমন করেই কুসংস্কারে জগতটা আজ কালো।
আরো কত কুসংস্কার যে আছে মোদের দেশে,
জ্ঞান বিজ্ঞানের যুগে এসে মানি অন্ধ বেশে।
বিকাশ যদি চাওগো তুমি আধুনিক এই ভবে
কুসংস্কারের থাবা থেকে রেহাই পেতে হবে।