রাত শেষে সূর্য উঁকি দেবে পূর্ব দিগন্তে
শুরু হবে নতুন একটা দিন,
আবার নতুন করে পথ চলা।
তোমার ভাবনায় অবিশ্বাস্য হলেও--
শীতের শেষে বসন্ত আসবেই,
গাছে গাছে ফুটবেই ফুল।
অদূরে সবুজ মাঠে খেলবে সকল শিশু
বৃক্ষরাজির সুশীতল ছায়ায়।
কোনো না কোনোভাবে একদিন ভোর হবেই
মনুষ্য, সেদিন হয়তো ভাঙবে তোমার ঘুম
নব প্রাতের স্নিগ্ধ হাওয়ায়।