কোনো একদিন অস্তমিত হবে জীবনের সূর্য
আর ত্যাগ হবে এই নশ্বর দেহের।
সেদিন জন্ম হবে এক অবিনশ্বর আত্মার,
এক অবিনশ্বর জগতের!
যেখানে থাকবে না আর কোনো দুশ্চিন্তা,
ভয় কিংবা প্রিয়জন হারানোর বেদনা।
সেখানে হয়তো দেখা হবে প্রিয়জনদের সাথে,
হয়তো বেঁচে থাকব সকলেই একসাথে--
মৃত্যুঞ্জয়ী হয়ে অনাদি-অনন্তকাল।